বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্তে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগে হওয়ায় এই বৈঠকটিকে সংসদের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র থেকে জানা গিয়েছে, আসন্ন বাদল অধিবেশনে বিরোধীদের প্রশ্নবাণ ও সরকারের পক্ষ থেকে কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার বিস্তারিত সূচনা রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাক্ষাতের সময় বাদল অধিবেশনের এজেন্ডার প্রধান বিল এবং সরকারের কৌশল নিয়ে আলোচনা করেছেন। এইবারের অধিবেশনে নির্বাচন কমিশনের এসআইআর, মণিপুরে সহিংসতার ঘটনা, পহলগামের সন্ত্রাসী হামলা এবং জিএসটি সংস্কারের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। এই বৈঠকটি সংসদের অধিবেশনের আগে সকল দলের মধ্যে বোঝাপড়া তৈরির একটি আনুষ্ঠানিক পদক্ষেপ বলে মনে হতে পারে।