পরকীয়ার প্রমাণ লুকোতে স্বামীর ফোন ছিনতাই, ধৃত ২

স্বামীর ফোনে ছিল স্ত্রীয়ের পরকীয়ার প্রমাণ। সেই প্রমাণ লোপাট করতেই সেই ফোন ছিনতাইয়ের পরিকল্পনা করলেন এক যুবতী। একটি ফোন ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী ও এক যুবতীকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

১৯ জুন পুরনো ইউকে পেন্ট ফ্যাক্টরির কাছে এক ব্যক্তির ফোন ছিনতাই হয়ে যায়। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। প্রথমে ঘটনাটি একটি সাধারণ ছিনতাইয়ের ঘটনা বলে অনুমান করেছিল পুলিশ। কিন্তু ধীরে ধীরে খুলতে থাকে জট। তদন্তে নেমে প্রায় ৭০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তাঁর পরনে নীল রঙের টিশার্ট ছিল। স্কুটিতে করে এসে ফোনটি ছিনতাই করেছিলেন তিনি। সেই স্কুটির খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে, স্কুটিটি দরিয়াগঞ্জ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। স্কুটি ভাড়া নেওয়ার সময় আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করেছিল। তার ভিত্তিতেই রাজস্থানের বারমের জেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতের নাম অঙ্কিত গেহলত। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অভিযোগকারী ব্যক্তির স্ত্রীয়ের অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি স্বামীর ফোনে ছিল। সেই সব তথ্য ফোন থেকে মুছে দিতেই ছিনতাইয়ের নাটক সাজান স্ত্রী। পরে অভিযুক্ত যুবতীকেও গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাই হওয়া ফোন উদ্ধার করা হয়েছে।