‘মানুষ মদের বদলে গরুর দুধ পান করুক’, পরামর্শ উমা ভারতীর

ছবি: এএনআই

ভোপাল, ২৯ অক্টোবর— গো-সংরক্ষণ এবং মদবিরোধী প্রচারকে এক সূত্রে গাঁথলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেত্রী উমা ভারতী। তাঁর বক্তব্যে উঠে এল কৃষি, অর্থনীতি ও সমাজকল্যাণের এক মিশ্র বার্তা। গরু সংরক্ষণ সংক্রান্ত এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘গরু রক্ষা এবং মদবিরোধী প্রচারকে একসঙ্গে যুক্ত করতে হবে। যদি আমরা মানুষকে বলি মদ খেও না, তাহলে তাদের বলতে হবে গরুর দুধ খাও।’

উমা ভারতী আরও বলেন, ‘এখন দেশে প্রতি সাত জনে একটির বেশি গরু নেই। যদি আমরা গরুর দুধ পান করার প্রচলন বাড়াতে চাই, তবে গরুর সংখ্যা বাড়াতে হবে।’ তাঁর দাবি, গরু শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, বরং গ্রামীণ অর্থনীতির অন্যতম দৃঢ় ভিত্তি হতে পারে।

তিনি বলেন, ‘লাডলি বেহনা যোজনা’র অন্তর্ভুক্ত মহিলাদেরও একটি করে ভালো গরু দেওয়া উচিত। এর ফলে তাঁদের মাসিক আয় ৩ হাজার টাকা থেকে বেড়ে ৮ থেকে ১০ হাজার টাকায় পৌঁছতে পারে।’ উমা ভারতীর মতে, এইভাবে গরু সংরক্ষণ শুধু সাংস্কৃতিক দায় নয়, অর্থনৈতিক স্বনির্ভরতারও এক কার্যকর পথ।


রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি ‘গরু সংরক্ষণের বাস্তবসম্মত পরিকল্পনা’, আবার কেউ একে ‘ধর্মীয় আবেগের রাজনৈতিক ব্যবহার’ বলে মন্তব্য করেছেন। তবে উমা ভারতীর বক্তব্যে স্পষ্ট, তিনি চান সমাজে গরুর গুরুত্ব আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক।