সিবিএসই দ্বাদশে নতুন গাইডলাইন পরীক্ষাকেন্দ্রে যাবে পাসওয়ার্ড, কোড

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে নতুন গাউডলাইন জারিকরলো সিবিএসই বোর্ড। পরীক্ষাকেন্দ্রেই মূল্যায়ণের যে কথা বলা হয়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্রগুলিতে দায়িত্বে থাকা কর্মীদের নতুন গাইডলাইনও পাঠানো হয়েছে। নতুন গাইডলাইন অনুযায়ীই সম্পন্ন হবে বাকি দ্বাদশের পরীক্ষাগুলি। বলা হয়েছে পরীক্ষার্থীদের ১০-৪৫-এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড পাঠাবে সিবিএসই বোর্ড। পাঠানো হবে অপারেশন কোডও। পৌনে এগারোটার মধ্যেই স্কুলে এই পাসওয়ার্ড ও কোড পৌঁছে যাবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্র ছাপতে হবে স্কুল কর্তৃপক্ষকে।


ওএমআর শিটে পরীক্ষা হবে। সেগুলি জমা নেওয়ার পর প্যাকিং ও সিল হয়ে গেলে স্থানীয় আঞ্চলিক অফিসে পাঠিয়ে দেওয়া হবে। নতুন এই গাইডলাইন অনুযায়ী যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়, তা দেখবেন সেন্টার সুপারিনটেনডেন্ট।