পাকিস্তানের উচিত হাফিজ সঈদ এবং মাসুদ আজহারকে ভারতে হস্তান্তর করা: রাজনাথ

ছবি: ইউএনআই

শুক্রবার ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে মাত্র। পাকিস্তান যদি ফের একই ভুল করে, তাহলে তাদের পুনরুদ্ধারের সুযোগটুকু দেওয়া হবে না। পাকিস্তান সত্যিই যদি ভারতের সঙ্গে আলোচনা চায়, তাহলে তাঁদের অবিলম্বে উচিত হাফিজ সঈদ এবং মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিদের ভারতে হস্তান্তর করা, যাতে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানো যায়।

এদিন রাজনাথ গোয়াতে আইএনএস বিক্রান্তে ভারতীয় নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দেখা করেন। সেখানে একটি জমায়েতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে একটি সতর্কবার্তা দেওয়ার জন্য “অপারেশন সিঁদুর” সাময়িকভাবে থামানো হয়েছে মাত্র, সেটি সমাপ্ত হয়ে যায়নি। যদি পাকিস্তান ফের একই ভুল করে, তাহলে ভারতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত দেওয়া হবে না।’

এই জমায়েতে এসে রাজনাথ আইএনএস বিক্রান্ত এবং নৌ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে খুবই খুশি হয়েছেন বলে তাঁর অভিব্যক্তি ব্যক্ত করেন। তিনি নৌসেনা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমি আইএনএস বিক্রান্তের উপর দাঁড়িয়ে গর্ব অনুভব করছি, যা ভারতের নৌশক্তিরও গর্ব। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দেশের নৌসীমা প্রতিরক্ষা যতক্ষণ আপনাদের শক্তিশালী হাতে থাকবে, ততক্ষণ কেউ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখতে পারবে না।’


তিনি বলেন, ‘পাকিস্তানের নিজেদের স্বার্থে তাদের মাটি থেকে সন্ত্রাসের শেকড় একেবারে উপড়ে ফেলা উচিত। আর মাসুদ আজহার এবং হাফিজ সঈদের মতো সন্ত্রাসবাদীদের ভারতে হস্তান্তরের মধ্যে দিয়ে সেই কাজ শুরু করা উচিত। এই দুইজন শুধুমাত্র ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ নয়, রাষ্ট্রসঙ্ঘের ‘দাগি’ সন্ত্রাসবাদীদের তালিকাতেও তাদের নাম রয়েছে। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। পাকিস্তান যদি প্রকৃতই ভারতের সঙ্গে আলোচনা চায়, তাহলে এই দুই জঙ্গিদের বিচার প্রক্রিয়ার জন্য অবিলম্বে ভারতে পাঠিয়ে দিক।’

প্রতিরক্ষামন্ত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য এদিন নৌসেনা কর্মীদের অভিনন্দন জানিয়ে ফের বলেন, ‘আপনাদের শক্তিশালী প্রস্তুতি শত্রুর মনোবল ভেঙে দিয়েছে। আপনাদের একক প্রস্তুতিই পাকিস্তানকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কোনও পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন ছিল না। আপনাদের প্রস্তুতি দেখে শত্রুরা কার্যত হতবাক হয়ে গিয়েছে। পাকিস্তান শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর অসাধারণ ক্ষমতাই উপলব্ধি করেনি, সেই সঙ্গে তার ধ্বংসাত্মক ক্ষমতা তাদেরকে ভীত-সন্ত্রস্ত করে দিয়েছে।’