ভারতে হামলা চালাতে গােপনে মাসুদ আজহারকে জেল থেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান

মাসুদ আজহার (Photo by Aamir QURESHI / AFP)

কাশ্মীর ইস্যুতে ভারত বিরােধী একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে পাকিস্তান। এবার জম্মু-কাশ্মীর ও রাজস্থান সীমান্তে নাশকতা চালানাের চেষ্টা করছে তারা, এমনটাই রিপোর্ট গােয়েন্দা সূত্রে। জানানাে হয়েছে, ইতিমধ্যেই এই দুই সীমান্তে প্রচুর পরিমাণ পাক সেনা মােতায়েন করা হয়েছে। এমনকী এই কাজের পরিকল্পনার জন্য পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড জইশ প্রধান মাসুদ আজহারকে গােপনে জেল থেকে করে আনা হয়েছে।

গােয়েন্দা সূত্রে খবর, শিয়ালকোট-জম্মু সেক্টর ও রাজস্থানে কিছু একটা বড় নাশকতা ঘটানাের পরিকল্পনা করছে পাকিস্তান। তাই ইতিমধ্যেই সেনা মােতায়েন করছে তারা। এইজন্য এই দুই সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, যে কোনও মুহুর্তে হামলা হতে পারে। প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে।

গত শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরের উপর থেকে স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের জনগণের জন্য যতটা করা যায়, পাকিস্তান করবে। দু’শের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য আন্তর্জাতিক কমিউনিটি দায়ী থাকবে বলেও দাবি করেছেন ইমরান।


পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, এর আগেও কাশ্মীরের জন্য পাকিস্তান রক্ত ঝরিয়েছে। এবারেও শেষ গুলি, শেষ সেনা ও শেষ নিঃশ্বাস পর্যন্ত কাশ্মীরের জন্য লড়াই চালাবেন তারা। এই উত্তপ্ত পরিস্থিতিতে জঙ্গি গােষ্ঠী জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে গােপনে জেলের বাইরে বের করে আনা হয়েছে বলেও গােয়েন্দা সূত্রে খবর।

জানানাে হয়েছে, মাসুদকেই দায়িত্ব দেওয়া হয়েছে হামলার পরিকল্পনার। এই মাসুদকেই পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক চাপে পড়ে নিজেদের হেফাজতে নিতে বাধ্য হয়েছিল পাক পুলিশ। এছাড়াও অন্যান্য জঙ্গি সংগঠনগুলােও নিজেদের কাজ শুরু করে দিয়েছে বলেই খবর।

কাশ্মীরের উপর থেকে যে স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়া হবে, সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না পাক গােয়েন্দা সংস্থা আইএসআই-এর। তাদের ইতিহাসে এটা সবথেকে বড় ব্যর্থতা। তাই বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে আইএসআই। এমনও আশঙ্কা করা হচ্ছে, সীমান্তে সেনা মােতায়েন শুধুমাত্র একটা সাজানাে ঘটনা। ভারতীয় সেনাকে অন্যদিকে বিভ্রান্ত করে মাসুদ আজহারকে দিয়ে অন্যভাবেও হামলা চালাতে পারে পাকিস্তান।

সরকারের ফোকাস জম্মু কাশ্মীরের মধ্যে রেখে দেশের ভিতরেও হামলা চালানাের পরিকল্পনা করতে পারে পাকিস্তান, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ভারতের সবদিকে সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া পাহারার বন্দোবস্ত করা হয়েছে বলে খবর। ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডােভাল ইতিমধ্যেই জানিয়েছে, প্রায় আড়াইশাে জঙ্গি সীমান্তের উপর থেকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তাদের চিহ্নিত করা হয়েছে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত নিজে গিয়ে সরেজমিনে সীমান্তের সুরক্ষা বন্দোবস্ত দেখে এসেছে। কোনও দিকে ফাঁক রাখতে চাইছেনা নয়াদিল্লি। ইসলামাবাদের সব পরিকল্পনা ব্যর্থ করতে তৎপর তারা।