গোরখপুরে বিয়ের অনুষ্ঠান বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে স্থানীয়রা

ছবি: এএনআই

গোরখপুরে বিয়ের একটি বড়সড় অনুষ্ঠান বাড়িতে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার বিকেলের দিকে ঘটনার পর উত্তরপ্রদেশের গোরখপুর শহরের কাশায়া রোড সংলগ্ন ওই ভোজসভা ভবনটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রশাসনের দাবি, আগুনে কেউ হতাহত হননি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়সড়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ‘সকল তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ভবনে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ভবনের ভেতর সাজসজ্জার কাজ চলছিল বলেও জানা গিয়েছে। হঠাৎই এক কোণা থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে মঞ্চসজ্জা, কাপড় আর সাজসামগ্রীর মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তড়িঘড়ি অনেকে বাইরে বেরিয়ে আসেন।

দমকল কর্মীরা জানাচ্ছেন, ভবনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ভবনের একটি অংশ পুরোপুরি পুড়ে যায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও ‘ইলেকট্রিক শর্ট সার্কিট’-ই আগুন লাগার মূল কারণ হয়ে থাকতে পারে। তবে দমকল বিভাগ জানিয়েছে, প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।


এদিকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ভবনের টেরেস এবং বৈদ্যুতিক নিয়ন্ত্রণ কক্ষে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঘটনার সময়ে উপস্থিত কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল, প্রশাসন ও দমকলের যৌথ নজরদারি এখনও চলছে। বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, ভবনের আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।