কাশ্মীরে ভােট বানচালে সক্রিয় পাকিস্তান, সতর্কতা গােয়েন্দা রিপাের্টে

শ্রীনগরে মোতায়েন নিরাপত্তা কর্মীরা। (Photo: IANS)

নতুন কেন্দ্রশাসিত অঞ্চলটির আসন্ন জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন বানচাল করতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি ঢোকানাের চেষ্টা করবে বলেও বলা জানাচ্ছে ওই গােয়েন্দা রিপাের্ট।

কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থার তরফে পাঠানাে তথ্যের ভিত্তিতেই নাগরোটায় অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের মারা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

জম্মুর নাগরােটায় জাতীয় সড়কের টোল প্লাজায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জইশ জঙ্গির মৃত্যু প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি মুকেশ সিংহ বৃহস্পতিবার বলেন, “গােয়েন্দা সূত্রে সুনির্দিষ্ট খবর পেয়েই জাতীয় সড়কের টোল প্রাজায় আমিরা এবং সিআরপিএফ নজরদারি বাড়িয়েছিলাম।” তিনি জানান, নিহত জঙ্গিদের জিপিএস ট্র্যাকার থেকে জানি গিয়েছে, বুধবার তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকেছিল ।