পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশের সিআইডি (গোয়েন্দা)। ধৃতের নাম হানিফ খান। তিনি বসনপীর জুনি এলাকার বাসিন্দা। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (১৯২৩) অনুযায়ী তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে বলে খবর। সিআইডি-র আইজি বিষ্ণুকান্ত জানিয়েছেন, হানিফের বিরুদ্ধে সেনা এবং প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে তুলে দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছিল। সেই কারণে বেশ কিছুদিন ধরে তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল।
বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। জেরায় পাক-যোগের প্রমাণ মেলায় হানিফ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতের মোবাইল এবং সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি ঘেঁটে দেখা হচ্ছে কী ধরনের তথ্য পাচার করেছেন অভিযুক্ত। তদন্তকারীরা জানিয়েছেন, সমাজমাধ্যমে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অভিযুক্ত। সীমান্ত এলাকায় তাঁর অবাধ যাতায়াত ছিল।
সূত্রে খবর, মোটা টাকার বিনিময়ে হানিফ দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করত পাকিস্তানে। এর আগেও পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, কোথায় কোথায় সেনাঘাঁটি রয়েছে, সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য পাচার করতেন হানিফ। তদন্তকারী এক আধিকারিকের দাবি, ‘অপারেশন সিঁদুরের সময় থেকেই পাক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সেই সময়ে সেনার গতিবিধি সংক্রান্ত অনেক তথ্য পাচার করেছেন হানিফ।’