বিহারের ভোটে বোরখা পরা মহিলাদের চিহ্নিত করার অনুরোধ পদ্ম শিবিরের

বিহারে ভোটের দামামা বেজে গেছে। নভেম্বর বা ডিসেম্বরে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। এর মধ্যেই  এক বা দুই দফাতে ভোট সেরে ফেলার আর্জি জানাল বিজেপি। শনিবার নির্বাচন কমিশনের কাছে এই আর্জি জানায় গেরুয়া শিবির। সেই সঙ্গে বোরখা পরে ভোট দিতে যাওয়া মহিলাদের শনাক্ত করার অনুরোধ জানিয়েছে বিজেপি।

বিহারে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার দু’দিনের সফরে পাটনা গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন কমিশনকে নিজেদের প্রস্তাব জানাল পদ্ম শিবির। মুখ্য নির্বাচন কমিশনারের প্রতিনিধিদলের সঙ্গে শনিবার সকালে দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিহারের বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও বৈঠক করেন নির্বাচন কমিশনের সঙ্গে।

বিজেপির তরফে পর্যাপ্ত পরিমাণে আধাসেনা বাহিনী মোতায়েনের জন্যও বৈঠকে অনুরোধ করা হয়। বিশেষ করে যে এলাকাগুলিতে ভোটারদের ভয় দেখানো এবং বুথ দখলের আশঙ্কা রয়েছে সেই স্পর্শকাতর এলাকাগুলিতে বেশি গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান জয়সওয়াল। কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘এক বা দুই দফায় ভোট করানোর জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি। নির্বাচন প্রক্রিয়াকে অহেতুক দীর্ঘায়িত করার দরকার নেই।‘


একই সঙ্গে প্রকৃত ভোটাররা ভোট দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তিনি। জয়সওয়াল বলেন, ‘ভোটারদের, বিশেষ করে বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবির মিল রয়েছে কি না, তা যাচাই করতে হবে। প্রকৃত ভোটারেরাই যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা দেখতে হবে।‘

অনগ্রসর শ্রেণি অধ্যুষিত এলাকায় কয়েকদিন আগে থেকেই আধাসেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছেন বিহারের বিজেপি সভাপতি। সেই সঙ্গে রুট মার্চের প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রধান। কমিশনের নিয়ম অনুসারে ভোট ঘোষণার দিন থেকে গ্রহণের দিনের মধ্যে অন্তত ২৮ দিনের ব্যবধান থাকা দরকার। সেই বিষয়ে জয়সওয়াল বলেন, ‘যদি ধরে নেওয়া হয় আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে, তবে নভেম্বরের ৩-৪ তারিখের মধ্যে ভোটগ্রহণ করা যেতে পারে।‘   যত তাড়াতাড়ি সম্ভব বিহারের ভোট সেরে ফেলা উচিত বলেও জানিয়েছেন বিহারের দিলীপ জয়সওয়াল।