অক্সিজেনের ‘মহড়ায়’ রােগী মৃত্যু হয়নি, আগ্রার হাসপাতালকে ক্লিনচিট 

উত্তরপ্রদেশের আগ্রার বেসরকারি হাসপাতালকে ক্লিনচিট দিল রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি। গত ২৭ এপ্রিল আগ্রার শ্ৰী পরশ হাসপাতালে যােলােজন কোভিড রােগীর মৃত্যু হয় অক্সিজেনের অভাবে।

সে সময়ে অভিযােগ ওঠে, মহড়ার কারণে হাসপাতালের অক্সিজেন সর্বরাহ বন্ধ রাখা হয়েছিল। আর এরফলেই মৃত্যু হয় ১৬ জন কোভিড রােগীর। যােগী আদিত্যনাথের সরকার এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়।

কমিটি যে রিপাের্ট পেশ করেছে সেই রিপাের্টে বলা হয়েছে ষােলােজন রােগীর মৃত্যুর জন্য ‘মক ড্রিল’ দায়ী নয়। রােগীদের অবস্থা সঙ্কটজনক ছিল। কোমর্বিডিটির কারণে তাদের মৃত্যু হয়েছে। কোভিড বিধি মেনেই রােগীদের চিকিৎসা চলছিল। তাদের কারাের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়নি।