অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ওই রাজ্যের কয়েকজন বিরোধী নেতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। হিমন্ত বিশ্বশর্মা ধর্ম ও বর্ণের নিরিখে এই রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ ছড়ানোর চেষ্টা করছেন বলে বিরোধীরা অভিযোগ এনেছেন। হিমন্ত বিশ্বশর্মা এর আগে মন্তব্য করেছিলেন, মিয়া মুসলমানদের অসম দখল করতে তিনি দেবেন না। এবিষয়ে তিনি সুনির্দিষ্ট পক্ষ নেবেন। তাঁর এই মন্তব্য করার একদিন পরেই হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে দাঙ্গা বাধানোর অভিযোগ তুললেন সেখানকার বিরোধী নেতারা। সূত্রের খবর, অসমের দিশপুর পুলিশ স্টেশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁরা অভিযোগ জানিয়েছেন। যদিও, বুধবার সন্ধ্যা পর্যন্ত এফআইআর নথিভুুক্ত করা হয়নি।
ইউনাইটেড অপোজিশন ফোরামের পক্ষ থেকে অসম প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ভুপেন বড়া এবং অসম জাতীয় পরিষদের নেতা লুরিনজ্যোতি গগৈ এই অভিযোগ দায়ের করেছেন । এছাড়াও রাজ্য বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শইকিয়া, ধুবড়ির সাংসদ রাকিবুল হুসেইন এবং রাজ্যসভার নির্দল সদস্য অজিত ভূঁইয়াও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। অসমের বিভিন্ন জায়গায় চাপা সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে।
গত ২২ আগস্ট নগাও জেলায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের কয়েকজন মন্ত্রী একে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। এই ঘটনাকে আদিবাসীদের উপর আক্রমণ বলে মনে করছেন বিরোধী সহ আরও অনেকেই। অসমের শিবসাগর জেলাতেও চাপা সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ওই বক্তব্য করেছিলেন যার বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ।