অপারেশন সাগর বন্ধুতে ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছল মালবাহী বিমান

ছবি: এএনআই

ঘূর্ণিঝড় ‘দিত্‌ওয়া’-র ধাক্কায় শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষতি হওয়ার পরে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে দ্রুত মানবিক সহায়তা পাঠাল ভারত। ‘অপারেশন সাগর বন্ধু’-র অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনার একটি ভারী মালবাহী বিমান কলম্বোয় অবতরণ করে। সেই বিমানে ছিলেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৮০ জন বিশেষ প্রশিক্ষিত কর্মী, সঙ্গে ছিল বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী।

বিদেশ বিষয়ক দপ্তর জানিয়েছে, শ্রীলঙ্কার কাছ থেকে সাহায্যের অনুরোধ পাওয়া মাত্রই জরুরি সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে তাবু, কম্বল, প্রস্তুত খাদ্য, স্বাস্থ্যবিধি রক্ষার সামগ্রী এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের তাত্‌ক্ষণিক প্রয়োজন মেটানোর মতো অন্যান্য উপকরণ।

কলম্বোয় নামার পর উদ্ধার বাহিনীর কর্মীরা শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। তাঁদের কাজ হবে বিপদের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধার করা, আহতদের সহায়তা করা এবং ঘরছাড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া।


প্রসঙ্গত, এর আগেও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিক্রান্ত’ এবং ‘উদয়গিরি’ শ্রীলঙ্কায় ত্রাণ পৌঁছে দিয়েছে। শ্রীলঙ্কার সরকার ভারতের এই দ্রুত সহায়তার প্রশংসা করে জানিয়েছে, সঙ্কটের মুহূর্তে ভারতের সহযোগিতা তাদের কাছে অমূল্য।

এ বিষয়ে ভারত সরকার বলেছে, ‘সাগর বন্ধু’ অভিযানের মূল লক্ষ্য হল প্রতিবেশী দেশের বিপদের সময়ে পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক বন্ধুত্ব আরও শক্তিশালী করা।