৩৭টির মধ্যে সচল ছিল মাত্র ৯টি বায়ুর মান নিয়ন্ত্রণকারী স্টেশনর! দিল্লি দূষণে রিপোর্ট তলব

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিল্লির দূষণ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দিওয়ালির রাত তো বটেই, তারপরেও রাজধানীর বায়ুদূষণ ক্রমাগত বেড়েই চলেছে। সোমবার সকালেও দিল্লির বায়ুদূষণের সূচক ছিল ৩১৬। এদিকে সোমবার শীর্ষ আদালতকে জানানো হয়, দিল্লি ও এনসিআর এলাকার বায়ুদূষণ পরিমাপক ব্যবস্থাগুলি অধিকাংশই কাজ করছে না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।  

 
রাজধানীর দূষণ নিয়ে সোমবার দৃষ্টি আকর্ষণ করেন আদালতের বন্ধু তথা পরামর্শদাতা অপরাজিতা সিং। তিনি বলেন, যেখানে দূষণ সংক্রান্ত কোনও তথ্যই মিলছে না, সেখানে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান কীভাবে সম্ভব। অপরাজিতা সিং-এর দাবি, দিল্লির বেশ কিছু দূষণ পরিমাপক ব্যবস্থা বা পর্যবেক্ষণ কেন্দ্র অচল হয়ে রয়েছে।  সেক্ষেত্রে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। 
 
শুনানির সময় আদালতে বলা হয়, দীপাবলির দিন ৩৭টি বায়ুর মান নিয়ন্ত্রণকারী স্টেশনগুলির মধ্যে কাজ করছিল মাত্র ৯টি। অথচ সেদিন রাজধানীর আকাশ আচ্ছন্ন ছিল গ্রিন ক্র্যাকার, ধুলো, যানবাহনের দূষণ, এবং কৃষিকাজের ধোঁয়ায়। অপরাজিতা সিংয়ের  প্রশ্ন, কিভাবে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন, যা কিনা দিল্লির একিউআই উন্নত করার দায়িত্বে রয়েছে, তারা রাজধানী এবং সংলগ্ন অঞ্চলের বায়ুর মানের গুরুত্বপূর্ণ তথ্য ছাড়া তার কাজ সম্পন্ন করবে কীভাবে ?
এর জবাবে প্রধান বিচারপতি বিআর গাবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সিএকিউএম এবং সিপিসিবিকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং দিল্লির বায়ুদূষণ যাতে আরও খারাপ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।