অনলাইনে ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে এল উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিগাওয়ান থানার ইনচার্জের বিরুদ্ধে অনলাইনে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া বেশ কয়েকটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অভিযুক্ত অফিসার অনলাইন লেনদেনের মাধ্যমে প্রায় ২৫ হাজার টাকা গ্রহণ করেছেন এবং পরে সেই অর্থ পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন।
যদিও দৈনিক স্টেটসম্যান সেই স্ক্রিনশটগুলির সত্যতা যাচাই করেনি, তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতাপগড় জেলায়। অভিযোগ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিযুক্ত পুলিশ ইনচার্জ। জেলা প্রশাসনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এদিকে, একই জেলায় আর এক পৃথক ঘুষকাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে লীলাপুর থানায়। অভিযোগ, থানার দুই কনস্টেবল স্থানীয় দোকানদারদের কাছ থেকে নিয়মিতভাবে ঘুষ নিচ্ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
জেলার পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন, লালগঞ্জ থানার সার্কেল অফিসারের প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। প্রতিনিয়ত ‘নগদে ঘুষ’ নিয়ে অভিযোগ উঠলেও তা প্রমাণ করা কঠিন হয়। তবে এবার ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের কারণে অভিযোগ প্রমাণের সম্ভাবনা অনেকটাই বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিষয়টি ঘিরে জেলার পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।