বিধানসভার সচিব জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী চৌধুরী মহম্মদ রমজান বিজেপির প্রার্থী আলি মহম্মদ মীরকে প্রথম আসনে পরাজিত করেন। ৮৭টি ভোটের মধ্যে তিনি ৫৮ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ২৮টি ভোট। একটি ভোট বাতিল হয়েছে। দ্বিতীয় আসনে এনসি-র সাজাদ কিচলু বিজেপির রাকেশ মহাজনকে কিচলু ৫৭ এবং মহাজন ২৯টি ভোট পেয়েছেন। বাতিল হয়েছে ২টি ভোট।
এনসি-র প্রার্থী ছিলেন জিএস ওবেরয় এবং ইমরান নবি দার। বিজেপি প্রার্থী করেছিল রাজ্যের দলীয় প্রধান সৎ শর্মাকে। ওবেরয় পেয়েছেন ৩১, দার ২১ এবং শর্মা ৩২টি ভোট পেয়েছেন। ৩টি ভোট বাতিল হয়েছে। এই আসনে বিজেপি ৪টি অতিরিক্ত ভোট পেয়েছে। মনে করা হচ্ছে এই অতিরিক্ত নির্দল বিধায়কদের থেকে।
২০২১ সাল থেকে জম্মু-কাশ্মীরের এই ৪ আসন শূন্য পড়ে ছিল। নির্বাচনের পর এবার জম্মু-কাশ্মীর থেকে ৪ সংসদ রাজ্যসভায় যাবেন। যদিও ভোটের ফল ঘোষণার পর অখুশি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘বিজেপি ক্রস ভোটিং করিয়েছে। এবং জবরদস্তি ভোট বাতিল করিয়েছে। ৪টি ভোটেই এনসি-র ভোট একত্রিত থেকেছে। দলের নির্বাচনী এজেন্টই একথা জানিয়েছেন দলকে।’
|
|