ত্রিপুরার বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের সময় এক আধিকারিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভাযাত্রার সময় ক্লাবের কিছু সদস্য ওসিকে রাস্তায় ফেলে কিল, চড়, লাথি ও ঘুষি মারেন। এই অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় একটি গাড়িতে মঞ্চের মতো স্টেজ তৈরি করা হয়েছিল, তারস্বরে মাইক বাজিয়ে গানবাজনাও চলছিল। এতে এলাকায় ভয়াবহ যানজট ও শব্দদূষণের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার ওসি। তিনি ক্লাব উদ্যোক্তাদের সাউন্ড বক্সের আওয়াজ কমাতে অনুরোধ করলেও তা অগ্রাহ্য করা হয়। পরে ওসি নিজেই স্টেজে উঠে সাউন্ড বক্স বন্ধ করলে, ক্লাব সদস্যদের একাংশ আচমকা তাঁকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে মারধর শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় ফেলে তাঁকে কিল, চড়, লাথি ও ঘুষি মারা হয়। পরিস্থিতি তৎক্ষণাৎ অশান্ত হয়ে ওঠে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে, তাঁরা শোভাযাত্রায় উপস্থিতদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। অবশেষে সাউন্ড বক্স ও গাড়ি বাজেয়াপ্ত করে।
স্থানীয়দের দাবি, বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব সরকারি নির্দেশ অমান্য করেছে। অভিযুক্তদের রাজনৈতিক সংযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ক্লাব সদস্যদের একাংশ পাল্টা দাবি করেছেন, পুলিশ অফিসার শোভাযাত্রায় থাকা এক সঙ্গীত শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। সেই প্রতিক্রিয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘দায়িত্বে থাকা অফিসারের উপর প্রকাশ্যে হামলা অত্যন্ত গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’ ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশাসন জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।