রায়গড়, ১৮ সেপ্টেম্বর— ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন ছত্তিশগড়ের বিদ্যুৎ দপ্তরের শীর্ষকর্তা বিজয় দুবে। দুর্নীতিদমন শাখা (এসিবি) সূত্রে জানা গিয়েছে, তিনি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে ঘুষের অভিযোগের ভিত্তিতে চালানো বিশেষ স্টিং অপারেশনে মঙ্গলবার তাঁকে পাকড়াও করা হয়।
স্থানীয় সূত্রের খবর, রায়গড়ের এক ব্যক্তির জমির একাংশ এনটিপিসি অধিগ্রহণ করে। ক্ষতিপূরণ বাবদ ওই ব্যক্তিকে ১৪ লক্ষ টাকা দেওয়া হলেও আরও ১৬ লক্ষ টাকা বাকি ছিল। বকেয়া টাকার জন্য বারবার এনটিপিসি-র দপ্তরে ঘোরাঘুরি করছিলেন তিনি। অভিযোগ, ডিজিএম বিজয় দুবে তাঁকে সরাসরি জানান, কাজ এগোতে হলে ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হবে।
এরপরই ওই ব্যক্তি অভিযোগ জানাতে সরাসরি এসিবি দপ্তরে যান। দুর্নীতিদমন শাখা দ্রুত একটি দল গঠন করে। পরিকল্পনা মতো ঘুষের টাকা দেওয়ার সময়ই বিজয় দুবেকে হাতেনাতে ধরা হয়। এসিবি জানিয়েছে, তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
ধৃতকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতিদমন শাখা। এই ঘটনায় এনটিপিসি-র শীর্ষমহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের বিরোধীরা ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এত বড় সংস্থার উচ্চপদস্থ আধিকারিক প্রকাশ্যে ঘুষ চাইছেন, এতে সরকারি প্রকল্প ও ক্ষতিপূরণের প্রক্রিয়ার প্রতি মানুষের ভরসা আরও কমে যাবে। যদিও প্রশাসন আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কঠোর নজরদারি চালানো হবে।