এবার রাজস্থানের স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক

এবার রাজস্থান সরকারও স্কুলশিক্ষায় খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করল। সরকারি স্কুলগুলিতে পড়াশোনার সঙ্গে সঙ্গে সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তুলতে বড় সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজস্থান সরকারের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে , প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম দু’টি দৈনিক সংবাদপত্র ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা শ্রেণিতে তা পড়ে শোনাবেন। প্রতিদিনের সংবাদপত্র থেকে শিক্ষকরা অন্তত পাঁচটি নতুন শব্দ নির্বাচন করবেন এবং শ্রেণিকক্ষে সেগুলির অর্থ ব্যাখ্যা করবেন। দৈনন্দিন খবর ঘিরে আলোচনা চালানোর কথাও নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, বড় ক্লাসের পড়ুয়াদের জন্য সম্পাদকীয় পাতার লেখা পড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর ওই নির্দেশিকে প্রকাশ করে শিক্ষা দপ্তর। তাতে জানানো হয়েছে, স্কুল শুরু হওয়ার পর শিক্ষক ও ছাত্রছাত্রীদের সকালের জমায়েতে প্রতিদিন অন্তত ১০ মিনিট খবরের কাগজ পড়ার জন্য নির্দিষ্ট করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে হিন্দি ও ইংরেজি— এই দুই ভাষার দৈনিক সংবাদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে রাখতে হবে কমপক্ষে দু’টি হিন্দি দৈনিক। ইংরেজি মাধ্যম স্কুলগুলিও এই নিয়মের আওতায় পড়বে। খবরের কাগজ কেনার আর্থিক দায়িত্ব নেবে জয়পুরের রাজস্থান স্কুলশিক্ষা সংসদ।
রাজ্য সরকার জানিয়েছে, পড়ুয়াদের শব্দভাণ্ডার বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সমসাময়িক ঘটনা সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে, সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে ধারণা বাড়িয়ে ভবিষ্যতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্যও রয়েছে সরকারের।