বিচারে অন্যায়ের অভিযোগে তিহারে অনশনে কুখ্যাত জঙ্গিনেতা ইয়াসিন মালিক

বিচারপ্রক্রিয়ায় গলদ রয়েছে। তাই তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলার ‘সঠিকভাবে’ তদন্ত করতে হবে।

এই দাবিতেই তিহার জেলে অনশন শুরু করল জম্মু ও কাশ্মীরের কুখ্যাত জঙ্গিনেতা ইয়াসিন মালিক।

সূত্রের খবর, ইতিমধ্যে অনশন ভাঙাতে মালিকের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিহার জেলের আধিকারিকরা। কিন্তু কারুর কোনো কোথায় শুনতে নারাজ ইয়াসিন।


তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, বিশেষ করে রুবাইয়া সইদ অপহরণ মামলায় ফের ‘সঠিক’ তদন্তের দাবি জানিয়েছে নিষিদ্ধ কাশ্মীরি জঙ্গি সংগঠন ‘জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিক।

লে রাখা ভাল, নব্বইয়ের দশকে কাশ্মীরে ত্রাস হয়ে উঠেছিল জেকেএলএফ। ‘স্বাধীনতার’ নামে সেনা জওয়ান থেকে শুরু করে নিরীহ জনতাকে নিশান করেছিল পাক মদতপুষ্ট ওই জেহাদি সংগঠনটি।