হরিয়ানার ফরিদাবাদে আজ নর্দার্ন জোনাল কাউন্সিলরের ৩২তম বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিস্ফোরণের পর খবরের শিরোনামে উঠে এসেছে হরিয়ানার ফরিদাবাদ। সেই ফরিদাবাদেই বৈঠক করতে চলেছেন অমিত শাহ। উত্তর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রতিনিধিরা।
এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, মহিলা ও শিশুদের বিরুদ্ধে ঘটা যৌন হেনস্থার মতো বিষয়গুলির ক্ষেত্রে তদন্তে অগ্রগতি, মামলার দ্রুত নিষ্পত্তি করতে ফাস্ট ট্র্যাক আদালত তৈরি, ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আলোচনা হবে। সরকারি তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে সমস্ত বিষয়গুলিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও ফারাক রয়েছে তার মীমাংসা করার মঞ্চ হয়ে উঠতে চলেছে এই বৈঠক। মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় অংশগ্রহণ করবেন।
১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনের ১৫ থেকে ২২ ধারার অধীনে প্রতিষ্ঠিত ৫টি জোনাল কাউন্সিলের মধ্যে উত্তর জোনাল কাউন্সিল অন্যতম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর জোনাল কাউন্সিলের চেয়ারপার্সন এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী এর ভাইস-চেয়ারপার্সন। একটি সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে ভাইস-চেয়ারপার্সন হিসেবে কাজ করেন।
প্রতিটি সদস্য রাজ্য থেকে রাজ্যপাল কাউন্সিলে ২ জন মন্ত্রীকে মনোনীত করেন। জোনাল কাউন্সিলগুলি মূলত বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সহযোগিতায়, গত ১১ বছরে বিভিন্ন জোনাল কাউন্সিল এবং তাদের স্থায়ী কমিটির মোট ৬৩টি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই ফরিদাবাদ। দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। তদন্তকারীদের সন্দেহ, বিস্ফোরকগুলি ১০ নভেম্বর লালকেল্লা বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল।