কাজের সময়ের বাইরে ব্যক্তিগত সময়ে অফিসের ফোন বা ইমেল নয়

অফিসের নির্দিষ্ট কাজের সময়ের পর নিজস্ব সময় কাটানোর অবসরে বা পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে অফিস বা কর্মক্ষেত্র থেকে ফোন এলে বা কোনো ইমেইল এলে তা যাতে দেখতে না হয় কর্মীদের, সেই উদ্দেশে বিরোধী দল এনসিপির সাংসদ সুপ্য়য়া সুলে শুক্রবার ‘রাইট টু ডিসকানেক্ট বিল, ২০২৫’ পেশ করলেন। এই বিলটি সংসদের শীতকালীন অধিবেশনে ডিসেম্বরের ১ তারিখে পেশ করা হয়েছে। সুপ্রিয়া সুলে ওই বিলটি ‘প্রাইভেট মেম্বার’স বিল’ হিসাবে পেশ করেছেন লোকসভায়।

এই বিলটিতে প্রস্তাব দেওয়া হয়েছে অফিসের কাজের সময় অতিক্রান্ত হয়ে গেলে কোনও  কর্মীকে যাতে কর্মক্ষেত্রের ফোন ধরতে বা ইমেল দেখতে না হয়, তাঁদের সেই অধিকার নিশ্চিত করতে হবে। এই বিলে আরও বলা  হয়েছে যে, অফিসের কাজের সময় শেষ হলে কর্মীরা তাঁদের  ‘ব্যক্তিগত সময়’ কাটান। অফিস ছুটির দিনেও গোটা দিনটাই কর্মীর ‘ব্যক্তিগত সময়’। সে সময় অফিসের ফোন বা ইমেলের জবাব না দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে যে কোনো কর্মীর। কর্মীদের সেই অধিকার  নিশ্চিত করা হোক বলে ওই বিলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য লোকসভা বা রাজ্যসভার  কোনো সাংসদ যদি মনে করেন কোনো বিশেষ আইন প্রণয়ন করা দরকার সেক্ষেত্রে তিনি সেই সংক্রান্ত বিল পেশ করেন। অনেক ক্ষেত্রে জনমত যাচাই করার জন্যও এইরকম বিল পেশ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবিত বিল নিয়ে উত্তর দিলে তা প্রত্যাহার করা হয়। শুক্রবার সুপ্রিয়া যে বিল পেশ করেছেন তাতে বলা হয়েছে আইন কর্মীদের স্বার্থে তৈরি করা উচিত।