বিহারে বিধানসভা নির্বাচন আসনেই। এবারও ক্ষমতা ধরে ধরে রাখতে মরিয়া নীতীশ কুমার। ভোটের আবহে নীতীশকে ‘সততা’র সার্টিফিকেট দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জন সুরজ দলের প্রতিষ্ঠাতা নেতা প্রশান্তের বক্তব্য, নীতীশ হয়তো সৎ কিন্তু তাঁর মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকরা মানুষের কোটি কোটি টাকা লুট করেছে।
বেশ কিছুদিন থেকেই বিহারের এনডিএ সরকারকে আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর। এবার তিনি বললেন, ‘আমি ব্যক্তি আক্রমণ বা অভিযোগ তোলার রাজনীতিতে বিশ্বাস করি না। তবে গত তিন বছর ধরে রাজ্য পরিক্রমা করছি। আমরা সাধারণত (নীতীশের দলের প্রতি) অভিযোগ এবং পালটা অভিযোগে জড়াই না। তবে বিহারের বাস্তব অবস্থা হল এমন—মানুষ বলছে, তাঁরা আগে কখনও এত দুর্নীতি দেখেনি।’
প্রশান্ত সুরে আরও বলেন, ‘ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকেই দুর্নীতি শুরু হয়েছে। হতে পারে নীতীশ কুমার সৎ মানুষ, কিন্তু তাঁর মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকরা জনতার কোটি কোটি টাকা লুট করছে।’