বিহারে সাংবাদিকদের পেনশন বাড়িয়ে ১৫ হাজার করলেন নীতীশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের পেনশন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। আগামী মাস থেকে সাংবাদিকরা মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন, যা আগে ছিল ৬ হাজার টাকা। নীতীশ কুমার এক্স পোস্টে জানান, এই পরিবর্তনের ফলে সাংবাদিকরা উপকৃত হবেন। উল্লেখ্য, কয়েক বছর আগে নীতীশ প্রথম সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছিলেন।

প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের জন্যও ভালো খবর দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। তাঁদের জন্য মাসে ১০ হাজার টাকা ফ্যামিলি পেনশন ঘোষণা করা হয়েছে। আগে এই পেনশন ছিল মাত্র ৩ হাজার টাকা। নীতীশ কুমার বলেছেন, সরকারি নথিতে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে, আর অল্পদিনের মধ্যে নতুন নির্দেশিকা প্রকাশ করা হবে।

বিধানসভা নির্বাচন এগিয়ে আসায় নীতীশ কুমার রাজ্যবাসীকে আরও কিছু সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে তিনি ঘোষণা করেছিলেন, সব গ্রাহক একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। এছাড়া, রাজ্যে মেগা নিয়োগ প্রক্রিয়া চলছে এবং মহিলাদের জন্য সরকারি চাকরিতে কোটা বাড়ানো হয়েছে। এছাড়া, কৃষকদের জন্যও বড় পেনশন ঘোষণা করতে যাচ্ছেন নীতীশ কুমার। এই সব পদক্ষেপের মাধ্যমে নীতীশ ভোটের জেতার রাস্তা পাকা করতে চাইছেন, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।


প্রসঙ্গত, বিহার সরকার ২০১৯ সালে সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প শুরু করেছিল। এর পোশাকি নাম ‘বিহার পত্রকার সম্মান পেনশন স্কিম।’। জেলা বা রাজ্য পর্যায়ে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন যে কোনও স্বীকৃত সাংবাদিক পেনশনের জন্য যোগ্য।