নতুন ভারত ভয় পায় না পরমাণু হুমকিতে, কড়া বার্তা মোদীর

প্রতিনিধিত্বমূলক চিত্র

৭৫তম জন্মদিনে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের ধার জেলার এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সরাসরি ইসলামাবাদের হুমকির জবাব দিলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা— ‘এটা নতুন ভারত। ভারত কাউকেই ভয় পায় না। শত্রুদের ঘরে ঢুকেই মারা হবে। পরমাণু যুদ্ধের ভয় দেখিয়েও ভারতকে দমানো যাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পরমাণু যুদ্ধের ভয় দেখিয়ে গোটা বিশ্বকে আতঙ্কিত করার চেষ্টা করছেন। ইসলামাবাদ বলছে, ভবিষ্যতে ভারত-পাক যুদ্ধ হলে অর্ধেক দুনিয়া ধ্বংস হবে। সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘নতুন ভারত এমন হুমকিতে ভয় পায় না। ভারতীয় সেনা যেভাবে পহেলগামে সন্ত্রাসবাদীদের খতম করেছে, তেমনই দেশের মাটিতে ঢুকে যারা নাশকতা চালাতে আসবে, তাদেরও ধ্বংস করবে।’

এদিনের বক্তব্যে তিনি সদ্য সমাপ্ত ‘অপারেশন সিন্দুর’-এর কথা উল্লেখ করেন। পহেলগামে জঙ্গি হামলার জবাবেই ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মহম্মদের ভিত কেঁপে উঠেছে। এরই মধ্যে ভাইরাল হওয়া এক ভিডিওয় জইশের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরিকে স্বীকার করতে শোনা গিয়েছে— বাহাওয়ালপুরে ভারতীয় হামলায় মাসুদ আজহারের পরিবার কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গ টেনেও এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘জইশ নিজের মুখেই ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনেছে।’


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে ঘিরে গোটা দেশজুড়েই ছিল উচ্ছ্বাস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে বিরোধী নেতাদেরও অনেকেই শুভেচ্ছা জানান তাঁকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে শুভেচ্ছা বার্তা জানান। আন্তর্জাতিক মহলেও মোদীর জন্মদিনে শুভেচ্ছা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বহু রাষ্ট্রনেতাই অভিনন্দন জানিয়েছেন।

পাকিস্তানের মিথ্যাচার, জঙ্গি মদত ও পরমাণু হুমকির জবাবে ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিনেই দেশের সামনে বার্তা পৌঁছে গেল— ‘নতুন ভারত আর কাউকেই ভয় পায় না।’