১৯৬১ সালের আয়কর আইনের বদলে নয়া আইন আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার ৷ আয়কর আইনের এই পরিবর্তনে ২৮৫টি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সংসদীয় কমিটি। গত বছর বাজেট পেশ করার সময় আয়কর আইন পরিবর্তনের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপর থেকে নয়া আয়কর আইন নিয়ে মন্ত্রণালয়ের কাজ চলছিল। বুধবার সংসদীয় কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই নয়া আয়কর আইন বিলটি লোকসভায় পেশ করতে চায় কেন্দ্রের শাসক শিবির। এই অধিবেশনে বিল পাশ হয়ে যাবে বলে মনে করছে মোদী সরকার। সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন এবং অন্য দরকারি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে দেশে নয়া আয়কর আইন লাগু করতে পারবে কেন্দ্র।
উল্লেখ্য, ছয়ের দশকেও একই ঘটনা ঘটেছিল। ১৯৬১ সালের আয়কর আইন লাগু হয়েছিল পরের বছর ৷ সেই ১৯৬২ সাল থেকে এই ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সরকার ৬৫ বার এই আইনে মোট চার হাজার সংশোধনী এনেছে। এবার পুরনো আইন বদল করে নয়া আয়কর আইন লাগু করতে চলেছে সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, আয়কর-ব্যবস্থাকে আরও সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ তাছাড়া আগের আয়কর আইনে এমন কয়েকটি ব্যবস্থা ছিল, যা বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে। সেই বিষয়গুলি নতুন আইন থেকে বাদ দেওয়া হয়েছে।
সূত্র থেকে আরও জানা গিয়েছে, তথ্য সংগ্রহ থেকে শুরু করে আয়কর সংক্রান্ত আরও নানা বিষয়ে ডিজিটাল মাধ্যমের ব্যবহার যাতে সহজভাবে করা যায়, সেদিকেও নজর রাখা হয়েছে। এর পাশাপাশি আগের আইনে আয়কর জমা করা থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয়ে জটিলতা ছিল বলে মনে করা হয়েছে। সে সব পয়েন্টগুলি নতুন আইনে থাকবে না। মামলার সংখ্যা কমিয়ে আনাও সরকারের লক্ষ্য, এছাড়া একক ‘সিঙ্গল ট্যাক্স ইয়ার’ গঠনের কথাও ভাবছে অর্থ মন্ত্রণালয়।
এই আয়কর বিল নিয়ে পর্যালোচনা করেছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ৷ তিনি জানান, আয়কর বিল নিয়ে বিস্তারিত চর্চার পর তাঁরা ২৮৫টি পরামর্শ দিয়েছেন। নিয়ম অনুযায়ী সরকার এই সমস্ত পরামর্শ মানতেও পারে, আবার নাও মানতে পারে। সেই পর্যালোচনা শেষে সোমবার লোকসভায় পেশ হতে চলেছে নয়া আয়কর বিল।