মধ্যপ্রদেশে মামার হাতে খুন ভাগ্নে

বিহার ভোটের ফল নিয়ে তর্ক-বিতর্কের জেরে যুবককে খুন করল মামা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুণা জেলায়। খুন হয়েছেন ২২ বছরের যুবক। জানা গিয়েছে, ক্যান্ট থানা এলাকার পুলিশ লাইনের পাশে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম শঙ্কর মাঝি (২২)।

তিনি বিহারের শিবহর জেলার শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, মদের নেশায় তিনজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর তা হাতাহাতিতে পৌঁছয়। শ্বাসরোধ করে ঘটনাস্থলে শঙ্করকে খুন করা হয়। পুলিশ শঙ্করকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খুন করার কথা স্বীকার করেছেন মামা।