পড়াশুনোর চাপে ফের আত্মহত্যার ঘটনা। ঘটনাটি উত্তর প্রদেশের কানপুরের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ আন। তাঁর বয়স ২১। তাঁর লক্ষ্য ছিল ডাক্তার হওয়ার। শুক্রবার বিকেলে তাঁর এক সহপাঠী আনকে ডাকতে যান। বহু ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখা যায় আনের নিথর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে লেখা ছিল, ‘মা ও বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি খুব চাপের মধ্যে রয়েছি। আমি তোমাদের স্বপ্ন হয়তো পূরণ করতে পারব না। তাই এই জীবন বেছে নিতে বাধ্য হলাম। এর দায় সম্পূর্ণভাবে আমার।’ এর আগে গত সেপ্টেম্বর মাসে নিট পরীক্ষায় সাফল্য পাওয়ার পরও আত্মহত্যার পথ বেছে নেন মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বাসিন্দা ১৯ বছরের অনিল বোরকার। চিঠিতে তিনি লিখে যান তিনি ডাক্তার হতে চান না।