সোমবার বিহারের প্রার্থী তালিকা ঘোষণা এনডিএর

শনিবার বিহার বিধানসভা নির্বাচনের আসন বণ্টন চূড়ান্ত করল এনডিএ-র শরিকরা ৷

বিহার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে এনডিএর অন্দরে। বিজেপি ও জেডিইউয়ের পাশাপাশি চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা জোট বেঁধে নির্বাচনে লড়তে রাজি হয়েছে। আগামী ১৩ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে এনডিএ। তার আগে শুক্র ও শনিবার পাটনার পাশাপাশি দিল্লিতে বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা।

সম্প্রতি আসন ভাগাভাগি নিয়ে এনডিএ শিবিরে আলোচনা চলছিল। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। তিনি কী করবেন তা নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। দুই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের পর স্পষ্ট হয়ে যায় ৫টি দল নিয়ে বিহারের নির্বাচনী ময়দানে নামতে চলেছে এনডিএ। শনি এবং রবিবার পাঁচটি দলের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হবে। সোমবার প্রকাশিত হতে পারে প্রার্থী তালিকা।