ট্রাম্পের ভুয়ো আধার কার্ড তৈরি করে বিপাকে এনসিপি বিধায়ক

ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্পের সচিত্র ভারতীয় পরিচয়পত্র। কীভাবে তা সম্ভব হল ? জানা গিয়েছে, মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার ভুয়ো আধার তৈরি নিয়ে সতর্ক করতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছেন। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। 

এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক রোহিত পাওয়ার দেখাচ্ছিলেন, কীভাবে ওয়েবসাইটে ভুয়ো আধার কার্ড তৈরি হয়। তিনি জানান, সরকারের অনুমোদন নেই এমন ওয়েবসাইটে মাত্র ২০ টাকা খরচ করে জাল আধার কার্ড তৈরি করা যায়। এর প্রমাণ হিসেবে তিনি ট্রাম্পের জাল আধার কার্ড তুলে ধরেন। তাঁর দাবি ছিল, এটি তিনি নিজেই তৈরি করেছেন। কার্ডটিতে ট্রাম্পের ছবি ও নাম সবকিছুরই উল্লেখ ছিল।   
 
এর পরেই রোহিতের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকে। বিধায়কের দাবি ছিল, ভুয়ে আধার কার্ড তৈরি করা কতটা সহজ তা দেখাতে চেয়েছিলেন তিনি। একইসঙ্গে আধারের যেসব তথ্য, তার ঝুঁকির কথাও তুলে ধরেন। 
 
কিন্তু ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি ও প্রচারের অভিযোগ আনা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন, জালিয়াতি, অন্যের পরিচয় চুরি এবং মিথ্যা তথ্য পাচারের অভিযোগে দায়ের হয়েছে মামলা।