জম্মু-কাশ্মীর সীমান্তে রহস্যময় পাক ড্রোন, চিরুনি তল্লাশি সেনা বাহিনীর

জম্মু-কাশ্মীরের সাম্বায় ভারত-পাক সীমান্তে রহস্যময় ড্রোন! শুক্রবার রাতে রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামে ড্রোনের মতো কিছু উড়তে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিরাপত্তাবাহিনীকে। একটি উড়ন্ত বস্তু সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে ভারতে প্রবেশ করে বলে দাবি গ্রামবাসীদের। সেটি পাকিস্তানের ড্রোন বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের।

নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন,  প্রথমেই স্থানীয়দের নজরে ড্রোনটি আসে। খবর যায় নিরাপত্তাবাহিনীর কাছেও। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রোনের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি। সন্দেহজনক সেই ড্রোনের খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। পুলিশ সূত্রে খবর, সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

বিভিন্ন সময়ে ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় অস্ত্র কিংবা মাদক পাচার করা হয়ে থাকে। এক্ষেত্রেও তাই করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  নিশ্চিত হতে সীমান্ত এলাকায় জোর তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, বাড়তি বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যদিও ড্রোনটির কোনও হদিস মেলেনি।


বর্তমানে ড্রোনের ব্যবহার বেড়েছে। শুধু সেনাবাহিনীর হাতেই নয়, জঙ্গিদের হাতেও রয়েছে ড্রোন। আর তা ব্যবহার করে বিভিন্ন সময়ে জম্মু-কাশ্মীরে নাশকতা ঘটানো হয়েচে। যা ঠেকাতে ইতিমধ্যে অ্যান্টি ড্রোন গান বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাক-ড্রোন। তার বেশির ভাগই গুলি করে নামানো হয়েছে বলে সেনা সূত্রে খবর। সে রকমই কোনও ড্রোন সীমান্ত পেরিয়ে ঢুকেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।