ঢাকায় ভারতীয় মেডিক্যাল ছাত্রীর রহস্যমৃত্যু

বাংলাদেশের ঢাকায় আদ-দিন মোমিন মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার হল এক ভারতীয় ছাত্রীর মৃতদেহ। নিদা খান নামে ওই তরুণী রাজস্থানের ঝালওয়ারের বাসিন্দা এবং মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বয়স মাত্র ১৯ বছর। শনিবার সকালে হোস্টেলের ঘরে নিদার ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও, নিদার বন্ধু ও সহপাঠীরা তা মানতে রাজি নন।

এখনও পর্যন্ত পুলিশ মৃত্যু কারণ জানায়নি। তদন্ত চলছে। এই ঘটনার পর অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভারতের বিদেশ মন্ত্রকের কাছে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে। নিদার দেহ ভারতে ফেরত আনার জন্য সাহায্য চাওয়া হয়েছে। নিদার মৃত্যুকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। আত্মহত্যা, না কি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য, উত্তর খুঁজছে পুলিশ ও নিদার পরিবার।