স্কুটারের দাম এক লক্ষ টাকা। কিন্তু সেই স্কুটার চালিয়ে তাঁর জরিমানা হয়েছে প্রায় ২১ লক্ষ টাকা। পুলিশের চালান দেখে চক্ষু চড়কগাছ স্কুটারচালকের। সেই চালানের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ঘটনার জেরে ভুল স্বীকার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায়। সেখানকার বাসিন্দা আনমোল সিঙ্ঘলের দাবি, মঙ্গলবার তিনি হেলমেট না পরে স্কুটার চালিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। সে কথা স্বীকারও করেছেন তিনি। তাই বলে এত টাকা জরিমানা?
স্কুটারচালকের কথায়, ট্রাফিক পুলিশ তাঁকে আটকায় নিউ মান্ডি এলাকায়। হেলমেট পরেননি কেন প্রশ্ন করে জবাবের জন্য আর অপেক্ষা করেননি ওই ট্রাফিক পুলিশ। যে চালান তাঁর হাতে ধরিয়েছেন, সেখানে লেখা আছে ২০৭৪০০ টাকা জরিমানা। চালানটি আনমোল সমাজমাধ্যমে পোস্ট করলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। পরে ভুল স্বীকার করে ৪ হাজার টাকা করেছে পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়, ‘এক সাব-ইনস্পেক্টর ভুল করে চালান কেটে ফেলেছেন। আমরা ভুল শুধরে নিয়েছি।’