মুম্বইয়ের উপকণ্ঠ ভিরারে ভয়াবহ বহুতল ধসের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বহুতলটির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এখনও পর্যন্ত নয়জনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের আড়াল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
পুলিশ জানিয়েছে, ভবনের ধসের সঠিক কারণ এখনও জানা যায়নি। ভবনের পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও দমকল ও এনডিআরএফ কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। ধ্বংসস্তূপের আড়ালে আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চলছে।