কর্ণাটকের শিবমোগগা জেলায় হাড় হিম করা ঘটনা। নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন মা। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একটি সরকারি হাসপাতালের নার্স শ্রুতি। তাঁর স্বামী পেশায় হাসপাতালের টেকনিশিয়ান। কিছুদিন আগে কাজ থেকে বাড়ি ফিরে মেয়ে পূর্বিকাকে খুন করেন শ্রুতি।
তারপর গলায় ফাঁস লাগিয়ে নিজে আত্মহত্যা করেন। রাতে শ্রুতির স্বামী বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। ধাক্কা দিয়ে কেউ না খুললে প্রতিবেশীদের ডাকেন তিনি। এরপর দরজা খুলে হতভম্ব হয়ে যান এলাকাবাসীরা। দেখা যায় মেঝেতে পড়ে রয়েছে মেয়ে পূর্বিকা। তার উপরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শ্রুতি। পূর্বিকার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্রুতি মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই হয়তো এমন করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কর্ণাটক পুলিশ। খুন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার কিনারা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।