শনিবার বিকেলে গুজরাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সোমনাথ মন্দিরে যোগ দেবেন তিনি। এর পরে মন্দিরে মন্ত্রোচ্চারণ অনুষ্ঠানে যাবেন। রবিবার মন্দিরের তরফে আয়োজন করা ‘শৌর্য যাত্রা’ নামের এক শোভাযাত্রার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মন্দিরে পুজো দিয়ে জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।
তবে, শুধুই সোমনাথ মন্দির দর্শন নয়, গুজরাতে আরও কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রবিবার বিকেলে রাজকোটে গিয়ে মারওয়াড়ি ইউনিভার্সিটিতে কচ্ছ এবং সৌরাষ্ট্রের গুজরাত রিজিওনাল কনফারেন্সের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেখানেই ট্রেড শো এবং এগজিবিশনেরও সূচনা করবেন মোদী।
এ ছাড়াও, রবিবার আমেদাবাদ মেট্রোর ফেজ ২-এর উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। সেক্টর ১০এ থেকে মহাত্মা মন্দির পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হবে এ দিন। সোমবার সকালেও গুজরাতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর।