তৃতীয় মোদী সরকারের মেয়াদে দেশজুড়ে বিপুল পরিমাণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প চালু হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর বক্তব্য, চলতি মেয়াদের শুরু থেকেই প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার পরিকাঠামোর কাজ অনুমোদন ও বাস্তবায়নের পথে এগিয়েছে কেন্দ্র সরকার। এর মাধ্যমে অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, রেল, সড়ক, বন্দর, বিমানবন্দর এবং নগর উন্নয়ন— সব ক্ষেত্রেই একযোগে কাজ চলছে। তাঁর দাবি, এই প্রকল্পগুলি শুধু পরিকাঠামো শক্তিশালী করবে না, বরং শিল্প ও বাণিজ্যের প্রসারেও বড় ভূমিকা নেবে। বিশেষ করে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘পরিকাঠামো উন্নয়নই অর্থনৈতিক বৃদ্ধির মেরুদণ্ড। তাই মোদী সরকার শুরু থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’ তিনি জানান, রেলের আধুনিকীকরণ, নতুন সড়ক করিডর, মালবাহী পরিবহণ ব্যবস্থার উন্নয়ন এবং নগর এলাকায় দ্রুত গণপরিবহণ গড়ে তোলার কাজ চলছে সমান তালে।
অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, এই বিপুল বিনিয়োগের ফলে সরাসরি ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। নির্মাণ শিল্প থেকে শুরু করে পরিষেবা ক্ষেত্র— সব জায়গাতেই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁর আশা। একই সঙ্গে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তবে বিরোধীদের একাংশের প্রশ্ন, এত বড় অঙ্কের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়সীমা বজায় রাখা কতটা সম্ভব হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিয়মিত পর্যালোচনার মাধ্যমে কাজের অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।
মোদী সরকারের তৃতীয় মেয়াদের শুরুতেই এই পরিকাঠামো উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।