আদানির ব্যবসা বাঁচাতেই ট্রাম্পের বিরুদ্ধে নিশ্চুপ মোদী: রাহুল

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা সময় আদানি-আম্বানি যোগের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সমাজমাধ্যমে রাহুল লেখেন, বারংবার ভারতের সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলতে পারেন না নরেন্দ্র মোদী। কারণ, মোদীর হাত-পা দড়ি দিয়ে বাঁধা। গৌতম আদানি যেহেতু আমেরিকায় প্রচুর বিনিয়োগ করে রেখেছেন, তাই মোদী ট্রাম্পের বিরুদ্ধ অবস্থান নিতে পারছেন না।

এমনিতেই ট্রাম্প পণ্য রপ্তানিতে ভারতের উপর চাড়া শুল্ক চাপিয়েছে। এ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া থেকে তেল কিনলে আগামী দিনে ভারতের জন্য আরও শুল্ক বাড়াবে আমেরিকা। ট্রাম্প ভারতের নিন্দা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করেত পারছেন না বলে কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন যে, সাম্প্রতিক অতীতে ভারত-পাকিস্তানের মধ্যে হয়ে যাওয়া যুদ্ধ তিনিই থামিয়েছেন। বাদল অধিবেশনে এ নিয়েও মোদীকে আক্রমণ করেত ছাড়েনি বিরোধীরা। দিল্লি ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেও সরাসরি ট্রাম্পের নাম করে মুখে কিছু বলেননি মোদী।
এর আগে বাদল অধিবেশনে সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে রাহুল বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যদি ইন্দিরা গান্ধীর অর্ধেক সাহসও থাকত তাহলে সংসদে তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করতেন ভারত-পাক যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকা ছিল না। বুধবার বিরোধী দলনেতা বলেন, আমেরিকার আদানির বিনিয়োগ সুরক্ষিত রাখতেই ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না মোদী।