আজ অর্থাৎ শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী। শুক্রবার গুজরাতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির সামনে জন্মবার্ষিকী আয়োজিত হয়। বল্লভভাইয়ের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৫০ তম জন্মবার্ষিকী অথবা রাষ্ট্রীয় একতা দিবসের সূচনা করেন তিনি।
শুক্রবার সকালে নর্মদা জেলার একতা নগরে ১৮২ ফুট উঁচু স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক দিয়ে প্রথমে বল্লভভাইকে শ্রদ্ধা জানান তিনি। এক বিশাল বর্ণাঢ্য প্যারেডে কুর্নিশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী। শেষে বিমানবাহিনীর আকাশজয়ের মাধ্যমে মূল অনুষ্ঠান শেষ হয়। সেই সঙ্গে এদিন কংগ্রেসকেও একহাত নেন নরেন্দ্র মোদী। ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে কংগ্রেস আপস করেছে বলে কংগ্রেসকে নিশানা করেন তিনি। কংগ্রেসের চোখের সামনে অনুপ্রবেশকারীরা ভারতে ছেয়ে গিয়েছে কিন্তু হাত শিবির চুপ থেকেছে বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সর্দার প্যাটেলের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মোদী সাফ জানান, অনুপ্রবেশ সমস্যায় দেশের একতা এবং সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এখন সেই সমস্যা মেটানোর চেষ্টা করছে সরকার। নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের অধিকার সুরক্ষিত করছে অনেকে। এসআইআর নিয়ে বিরোধীদের এদিন বিঁধেছেন বলে মত ওয়াকিবহাল মহলের।
গুজরাতের একতা নগরে কংগ্রেসের নাম না নিয়ে মোদী বলেন, ‘গত কয়েক দশক ধরে বিদেশি অনুপ্রবেশ ঘটেছে। এর ফলে আমাদের দেশের জনবিন্যাস বদলে গিয়েছে। আগের সরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেয়নি। অন্ধ হয়ে বসে থেকেছে। আসলে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে জেনেবুঝে জাতীয় সুরক্ষাকে বিপন্ন করেছে আগের সরকার।‘
অনুপ্রবেশ ইস্যুতে নাম না করে তৃণমূলকেও এদিন নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর আবহে তিনি বলেন, ‘প্রথমবার অনুপ্রবেশ সমস্যা মেটাতে কড়া অবস্থান নিয়েছে দেশ। লাল কেল্লা থেকে আমি ডেমোগ্রাফিক মিশনের ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা যেই সমস্যা মেটাতে পদক্ষেপ করেছি, তখন অনেকেই জাতীয় স্বার্থের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নিজের স্বার্থকে। অনুপ্রবেশকারীদের স্বার্থ সুরক্ষিত করতে রাজনৈতিক লড়াই করছে।‘
অন্যদিকে কংগ্রেস তাঁকে যোগ্য সম্মান দেয়নি বলে হাত শিবিরকেও নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিই তাঁর স্বপ্নপূর্ণ করছে বলে এদিন দাবি করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘কংগ্রেস সরকার সর্দার প্যাটেলকে সম্মান দেয়নি। বিজেপি তাঁর স্বপ্ন পূরণ করে ৩৭০ ধারা রদ করেছে।’
২০১৪ সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে ‘জাতীয় ঐক্য দিবস’ হিসেবে পালন করছে মোদী সরকার। ১৫০ তম জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে ‘ভারত পর্ব’। ১৫ দিন ধরে চলবে তাঁর স্মরণে নানা অনুষ্ঠান।
শুক্রবার দিল্লিতে ‘ঐক্য দৌড়’-এর সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। কংগ্রেসকে নিশানা করে শাহ বলেন, ‘কংগ্রেস কোনও দিন সর্দার প্যাটেলকে যথাযোগ্য সম্মান দেয়নি। তাঁকে ভারতরত্ন দিতে ৪১ বছর সময় লেগেছে। মোদী সরকার ৩৭০ ধারা রদ করে তাঁর অসমাপ্ত কাজ শেষ করেছে।’
স্বাধীনতায় সর্দার বল্লভভাইয়ের ভূমিকার কথা এদিন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫৬২টি স্বাধীন রাজ্যকে একসঙ্গে করার অবদানের কথা এদিন স্মরণ করিয়ে দেন। বল্লভভাইকে অখণ্ড ভারতের রূপকার আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্দার প্যাটেলই ৫৬২টি রাজ্যকে একত্রিত করেছিলেন। তিনি ছিলেন অখণ্ড ভারতের রূপকার। স্বাধীনতা আন্দোলন এবং ভারতের মানচিত্র নির্মাণে তাঁর ভূমিকা ছিল অন্যতম। আজকের দিনটা আমাদের সবার কাছে তাৎপর্যপূর্ণ।’