‘ট্রাম্পের থেকে শিখুন মোদী’, পাকিস্তান নিয়ে মন্তব্য ওয়েইসির

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী গোপন অভিযানে আটক করেছে। এরপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, আমেরিকা যদি এমন গোপন অভিযান চালাতে পারে, তবে ভারতেরও উচিত পাকিস্তানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া।

হায়দরাবাদের সাংসদ বর্তমানে মুম্বই পুর নির্বাচনের প্রচারে রয়েছেন। সেখানেই তিনি বলেন, মুম্বই হামলার অভিযুক্ত মাসুদ আজহার ও লস্কর-ই-তইবার জঙ্গিদের ভারতে এনে বিচার করা উচিত। ওয়েইসির কথা, ‘আমেরিকা যদি গোপন অপারেশনে মাদুরোকে তুলে নিজেদের দেশে নিয়ে আস্তে পারে তাহলে ভারতেরও উচিত একই রকম অপারেশন চালিয়ে মুম্বই হামলায় অভিযুক্ত মাসুদ আজহার ও লস্কর জঙ্গিদের ভারতে আনা।’

রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি জাতীয়তাবাদ ইস্যুতে বিজেপিকে চাপে রাখতে ওয়েইসি আরও আক্রমণাত্মক ভাষা ও অবস্থান বেছে নিচ্ছেন। অপারেশন সিঁদুরের সময় যেমন তিনি দিল্লি ও ইসলামাবাদ— দু’পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। এবার ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও একই পন্থা নিচ্ছেন তিনি।