দেশে মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধিতে অস্বস্তিতে মোদী সরকার

প্রতিনিধিত্বমূলক চিত্র

কেন্দ্রের তরফ থেকে প্রস্তুত করা রিপোর্টে দেখা গিয়েছে সার্বিকভাবে দেশের বেকারত্বের হার কমলেও অধিকাংশ তরুণীরা ক্রমে হয়ে পড়ছেন কর্মহীন। কেন্দ্রের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’র রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসে দেশের শরাঞ্চলের ১৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধি হয়েছে ২৫.৭ শতাংশ। গ্রামেও কাজের ক্ষেত্রে মহিলারা যথেষ্ট পিছিয়ে রয়েছেন। কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তরফ থেকে বেকারত্ব-সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে, বর্তমানে দেশের সার্বিক বেকারত্বের হার ৫.১ শতাংশ। জুলাই মাসে এই হার ছিল ৫.২ শতাংশ। কিন্তু এই রিপোর্টে ভারতের মহিলাদের বেকারত্বের যে হার প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ অনুযায়ী, গ্রামাঞ্চলেও কর্মক্ষেত্রে ১৫-২৯ বছর বয়সি পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রবল বৈষম্য রয়েছে। আগস্টে তরুণদের বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশ। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪.৩ শতাংশ। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে ২ কোটি চাকরি পাবে সাধারণ মানুষ। গত ১০ বছরে বার বার প্রকাশিত হয়েছে, দেশে বেকারত্বের হার বৃদ্ধির রিপোর্ট। সমীক্ষার রিপোর্টে মহিলাদের কর্মহীনতার হার বৃদ্ধিতে অস্বস্তির মুখে পড়েছে কেন্দ্র সরকার।