ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিল বিদেশমন্ত্রক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও কথাই হয়নি, বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলে বিদেশমন্ত্রক। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। মোদী আশ্বাস দিয়েছেন ট্রাম্পকে। সেই দাবি অস্বীকার বিদেশমন্ত্রকের।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনওটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি।’ উল্লেখ্য, বুধবার বিদেশমন্ত্রক জানিয়েছিল ‘জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়।’
বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প জানান, ‘মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।‘ এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে পোস্ট করে মোদীকে কটাক্ষ করে লেখেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ এর কিছুক্ষণ পরেই বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়।