বড়দিনের সকালে দিল্লির দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ প্রার্থনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীর সঙ্গে একসঙ্গে এই বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। প্রার্থনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ প্রার্থনা পাঠ করেন দিল্লির বিশপ পল স্বরূপ।
প্রার্থনা শেষে সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলের পোস্টে লেখেন, ‘দিল্লির দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ বড়দিনের সকালের প্রার্থনা সভায় যোগ দিয়েছি। এই প্রার্থনা সভা ভালবাসা, শান্তি ও সহমর্মিতার বার্তা তুলে ধরেছে। বড়দিনের এই ভাবনা আমাদের সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য জাগিয়ে তুলুক।‘
এর পাশাপাশি ওই দিনের ভিডিও ও একাধিক ছবি তিনি শেয়ার করেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘বড়দিন নতুন আশার আলো, উষ্ণতা এবং একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে আসুক। দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ বড়দিনের সকালের প্রার্থনা সভার কিছু মুহূর্ত তুলে ধরা হল।‘ এর আগেও বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই পোস্টে সমাজে সম্প্রীতির জন্য প্রার্থনার কথাও উঠে আসে।