অতিরিক্ত চিকিৎসা বিলসহ অব্যবস্থা, বাতিল দশ হাসপাতালের লাইসেন্স 

প্রতীকী ছবি (Photo: IANS)

মারণ ভাইরাস করােনা আবহে কোভিড রােগীদের অতিরিক্ত চিকিৎসা বিল সেই সাথে হাসপাতালে চিকিৎসার চরম অপব্যবস্থার অভিযােগ। এই বিষয়ে লাগাতার অভিযােগ আসছিল তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে। বেশ কিছু লিখিত অভিযােগে সারবত্তা পাওয়ায় দশটি হাসপাতালের লাইসেন্স বাতিল করলাে তেলেঙ্গানা রাজ্য সরকার। 

জানা গেছে, এই দশটি লাইসেন্স বাতিল হওয়ায় হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল এর আগেও লাইসেন্স বাতিলের আওতায় পড়েছিল। করােনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা সারা দেশ। ঠিক এইরকম পরিস্থিতিতে তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে ১১৫ টি লিখিত অভিযােগ আসে। মূলত করােনা রােগীদের লাগামহীন বিলের জন্য।

পাশাপাশি হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবস্থার জন্য। শনিবার এই ধরনের অভিযােগের মধ্যে ৭৯ টি হাসপাতালকে রাজ্য স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরের তরফে শােকজ পাঠানাে হয়। এতে যথাযথভাবে শােকজের উত্তর না পেয়ে দশটি হাসপাতালের লাইসেন্স বাতিল ঘােষণা করলাে তেলেঙ্গানা রাজ্য সরকার।