বিহারে বিজেপি নেতাকে গুলি করে পলাতক দুষ্কৃতীরা

বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি করা হল। বিবেকানন্দ প্রসাদ ওরফে বাবলু যাদবকে  নিশানা করে  শুক্রবার গুলি করা হয় বারারি থানা এলাকার টিএনবি ল’ কলেজ লেনে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আক্রমণকারীদের এখনও ধরতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বাবলু তাঁর নিজের বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটছিলেন । সেই সময় চার-পাঁচ জন এসে বাবলুকে ঘিরে ধরেন। তাঁদের সঙ্গে বাবলুর কথা  কাটাকাটি শুরু হয়। তার মাঝেই বাবলুকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালান দুষ্কৃতীরা। স্থানীয় মানুষেরা গুলিবিদ্ধ বাবলুকে হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে বাবলুর অবস্থা সঙ্কটজনক। বাবলুর উপর এই আক্রমণের কারণ কী তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অনুমান করছে, পুরোনো বিবাদের জেরে বাবলুর উপর হামলা চালানো হয়েছে। স্থানীয়দের দাবি, এই হামলার পিছনে রয়েছেন সূরজ তাঁতি নামে এক যুবক এবং তাঁর সহযোগীরা। কয়েকদিন আগে একটি ঘটনাকে কেন্দ্র করে সূরজের সঙ্গে বাবলুর বিবাদ হয়। সেই বিবাদের জেরেই সূরজ এবং তাঁর সহযোগীরা বাবলুকে গুলি করেছেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।