ফের মাওবাদী দৌরাত্ম্যে কেঁপে উঠল ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গল। মঙ্গলবার সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকার। মৃতের নাম সিরিয়া হেরেঞ্জ। তার বয়স মাত্র নয় বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ কয়েক জন গ্রামবাসী সারান্ডার ঘন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান। তাঁদের সঙ্গেই ছিল ছোট্ট সিরিয়া। সকলে যখন কাঠ কুড়োতে ব্যস্ত, তখন হঠাৎ প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে যায় নাবালিকা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিরিয়া ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী। নিয়মিত ভাবে মা-বাবার সঙ্গে জঙ্গলে কাঠ আনতে যেত। কিন্তু মঙ্গলবারের ঘটনাই তার জীবনের শেষ অধ্যায় হয়ে গেল। পুলিশের প্রাথমিক অনুমান, মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের টার্গেট করেই ওই এলাকায় আইইডি পুঁতে রেখেছিল। কারণ, বিস্ফোরণস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে সিআরপিএফের শিবির।
ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনী। আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আর কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘মাওবাদীদের ফাঁদে সাধারণ গ্রামবাসীরাই বারবার প্রাণ হারাচ্ছেন। গ্রামবাসীরা যখন জঙ্গলে কাঠ সংগ্রহে যান, তখনই এই বিস্ফোরকগুলির ফাঁদে পড়েন।’
এই ঘটনার পর সারান্ডা ও সংলগ্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই জানিয়েছেন, এখন তাঁরা জঙ্গলে যেতে ভয় পাচ্ছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।