ফের উত্তরপ্রদেশ। চলন্ত গাড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। পাশাপাশি নির্যাতিতার কিশোর বন্ধুকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে খুনও করে তারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মেরঠে। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, কিশোরী এবং তার বন্ধুকে কাজ দেওয়ার নাম করে গ্রেটার নয়ডা থেকে গাড়িতে তোলে তিন যুবক। ওই দুই জনকে লখনউতে নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় তারা। সেই সময় ওই তিন যুবক গাড়িতে বসেই মদ্যপান করে। এরপর কিশোরী এবং তার বন্ধুকে নিয়ে রওনা দেয় গাড়িটি। কিছুটা পথ যেতেই কিশোরী ও তার বন্ধুর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে যুবকরা। এরপর মেরঠের কাছে ওই কিশোর বন্ধুকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেয় অভিযুক্তরা। পরে ওই এলাকা থেকেই তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কিশোরীর অভিযোগ, তার বন্ধুকে গাড়ি থেকে ফেলে দেওয়ার পর চলন্ত গাড়িতেই ওই তিন যুবক তাকে ধর্ষণ করে। এরপর মেরঠ থেকে ১০০ কিলোমিটার দূরে বুলন্দশহেরর খুর্জায় তাকে গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্তরা। জখম অবস্থায় স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই কিশোরী।
গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের কাছে গাড়িটির বর্ণনা দেয় ওই কিশোরী। এরপরই অভিযান চালায় পুলিশ। আলিগড়-বুলন্দশহর হাইওয়ের কাছে গাড়িটিকে ধরার চেষ্টা করা হলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে দুই অভিযুক্ত জখম হয়। এরপর ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।