দিল্লিতে ৩০ দেশের সেনাপ্রধানদের বৈঠক

আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে দিল্লিতে বসছে এক বিশেষ বৈঠক, যেখানে হাজির থাকবেন বিশ্বের ৩০টিরও বেশি দেশের সেনাপ্রধান। ভারতীয় সেনার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সরাসরি যুক্ত থাকবে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষী মিশনের সদস্য দেশগুলি। সূত্রের খবর, ‘ইউএনটিসিসি আর্মি চিফস কনক্লেভ’ নামে পরিচিত এই বৈঠকে অংশ নেবেন শুধুমাত্র সেই দেশগুলির সেনাপ্রধানরা, যারা এতদিন রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠিয়েছে।

তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি চীন ও পাকিস্তানকে। ভারতীয় সেনার উচ্চপদস্থ সূত্রের দাবি, বৈঠকের মূল ফোকাস থাকবে ‘গ্লোবাল সাউথ’ বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে ঘিরে। শুধু সরকারি আলোচনা নয়, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন দেশের সেনাপ্রধানরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

ভারতীয় সেনার মতে, এই ধরনের সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি, রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়া দেশগুলোর বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কৌশল আরও দৃঢ় করা যাবে। তবে সরকারিভাবে এই বৈঠক নিয়ে বিস্তারিত কিছু এখনই জানানো হয়নি।