ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

প্রতীকী চিত্র

রাজধানীর আদর্শ নগর এলাকায় হোটেলে ডেকে ধর্ষণ এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ওই পড়ুয়ার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ এবং ব্ল্যাকমেল করা হয়েছে। ওই তরুণীর বয়স ১৮ বছর। জানা গিয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত দু’জনেরই বাড়ি হরিয়ানায় জিন্দ জেলায়। পড়াশোনার সূত্রে দিল্লির একটি হস্টেলে থাকতেন তাঁরা। দু’জনের মধ্যে বন্ধুত্বও দীর্ঘ দিনের। এরই মধ্যে ঘটে অঘটন।

গত ৯ সেপ্টেম্বরে তরুণীকে আদর্শ নগরের একটি হোটেলে ডেকে পাঠান ২০ বছরের যুবক। তরুণীর অভিযোগ, সেই সময় তাঁকে জোর করে মদ্যপান করানো হয়, এরপর মদ্যপ অবস্থায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই তরুণী জানিয়েছেন, রেকর্ড করা ছবি ও ভিডিওর মাধ্যমে তাঁকে এক মাস ধরে যৌন কার্যকলাপে বাধ্য করা হয়।

ব্ল্যাকমেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে গোটা বিষয়টি পরিবারকে জানান তরুণী। গত বৃহস্পতিবার পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিত তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক থাকতেন দিল্লির মুখার্জি নগর এলাকায়। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।