মরিশাসের নাগরিক রামরূপ জগন্নাথের ভারত সফরে এসে পূর্বপুরুষের সন্ধান

ছবি: এএনআই

মরিশাসের নাগরিক রামরূপ জগন্নাথ সম্প্রতি ভারত সফর করেছেন, যেখানে তিনি তাঁর পূর্বপুরুষের ইতিহাস ও শিকড় অনুসন্ধান করেছেন। রামরূপ জানান, ‘আমার পরিবার দীর্ঘদিন ধরে মরিশাসে বসবাস করছে। আমি সবসময় জানতে চেয়েছিলাম, আমাদের বংশ কোথা থেকে এসেছে। তাই ভারতের এই সফর আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ভারতের বিভিন্ন গ্রাম ও স্থান ঘুরে আমি আমার পূর্বপুরুষদের সংরক্ষিত স্মৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচিত হচ্ছি। এটি কেবল আমার ব্যক্তিগত অনুসন্ধান নয়, বরং আমাদের বংশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত পরিচয় বোঝার একটি সুযোগ।’

স্থানীয় ইতিহাসবিদরা মনে করছেন, রামরূপ জগন্নাথের এই সফর দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও প্রবাসী ভারতীয়দের শিকড় অনুসন্ধানে বিশেষ গুরুত্ব রাখবে। এটি ইতিহাস, পরিবার ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সংযোগকে আরও দৃঢ় করবে।